ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিয়া খান আত্মহত্যা মামলার শুনানি শুরু

প্রকাশিত: ১৮:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া খান আত্মহত্যা মামলার শুনানি শুরু

অনলাইন ডেস্ক ॥ জিয়া খানের আত্মহত্যা মামলায় কিছুদিন আগেই চার্জ গঠন করা হয়েছিল বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। এবার সেই মামলার শুনানি শুরু হলো। শুরু হয়েছে এই শুনানি। অভিনেতা সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে জিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। তাই, তাঁকে ট্রায়ালের জন্য আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আদালতে উপস্থিত হয়েছিলেন তিন। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২১ ফেব্রুয়ারি। বলিউডের অভিনেতা জুটি আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের সন্তান সুরজ। জিয়া খানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালের ৩ জুন মারা যান জিয়া। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে প্রেমিক সুরজের বিরুদ্ধে। সিবিআই-এর পক্ষ থেকে চার্জশিটও গঠন করা হয়। সেই চার্জশিটে জানানো হয়, তদন্তের সময় বেশকিছু তথ্য গোপন করেছেন সুরজ। তাছাড়া, তাঁর বিরুদ্ধে তথ্য বিকৃত করারও অভিযোগ করা হয়েছে ওই চার্জশিটে। ২০১৩ সালের ১০ জুন এই মামলায় অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয় সুরজ় পাঞ্চোলিকে। এরপর বম্বে হাইকোর্টে তিনি জামিনের আবেদন জানালে তা মঞ্জুর করা হয়।
×