ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিভিন্ন ড্রামারের ভিন্ন ভিন্ন তরঙ্গ

প্রকাশিত: ০৬:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

বিভিন্ন ড্রামারের ভিন্ন ভিন্ন তরঙ্গ

ড্যানিশ ব্যান্ড ‘বিটুইন মিউজিক’ এমন সব বাদ্যযন্ত্র আবিষ্কার করেছে, যেগুলো আপনি পানির নিচে বাজাতে পারেন। এগুলোর মধ্যে আছে হাইড্রাউলোফোন, পানির নিচে বাজে এমন অর্গান, ক্রিস্টালোফোন, গ্লাস হারমোনিকা এবং বিশেষ ড্রাম। তাঁদের এ্যালবাম ‘এ্যাকোয়াসনিক’ রেকর্ড করা হয়েছে উষ্ণ পানির বিভিন্ন পুলে, যেখানে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী। তাঁরা অবশ্য গান গাওয়ার জন্য বিশেষ কণ্ঠস্বর ব্যবহার করে থাকেন। সাত-সতেরো প্রতিবেদক
×