ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাডভোকেট চিত্রা রায়-সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৬:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

আইনী পরামর্শ

প্রশ্ন : আমাদের এক প্রতিবেশী আমার স্বামীর কাছ থেকে এক মাস পর ফেরত দেবে এই প্রতিশ্রুতি দিয়ে ১০ হাজার টাকা ধার নেয়। নেয়ার সময় অত্যন্ত বিনয়ের সঙ্গে সে তার অসহায়ত্ব প্রকাশ করে। যার ফলে আমার স্বামী তাকে টাকাটা ধার দেয়। এর পর এক মাস থেকে ছয় মাস অতিক্রান্ত হতে চলল- টাকা ফেরত দেয়ার কোন খবর নেই। কিছু দিন আগে আমি যখন টাকা চাইতে গেলে বলে টাকা দেব না, এ কথা শুনে আমার স্বামী আশ্চর্য হয়ে বলে কেন দেবে না তা জিজ্ঞাসা করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এমন সময় ওই ব্যক্তির বখাটে মস্তান ছোট ভাই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে আমার স্বামীর কলার চেপে ধরে এবং বলে তোর টাকা নিছে তাহার প্রমাণ কি! কোন্ টাকা দেবে না? এ সময় আমার স্বামী তার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং শার্টের কলার ছাড়ানোর চেষ্টা করে। ওই ছেলেটা সঙ্গে সঙ্গে আমার স্বামীকে জোরে একটা ঘুষি দেয় এবং দু’জনের মধ্যে হাতাহাতি হয়। ওই ছেলেটির ঘুষিতে আমার স্বামীর একটি দাঁত ভেঙ্গে রক্ত পড়া শুরু করে। এ ছাড়াও মাথায়ও আঘাত পায়। আমার স্বামী হাসপাতালে। আমরা এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর জন্য আমাদের কি করা উচিত। উত্তর : আপনি আপনার প্রশ্নে উল্লেখ করেন যে, আপনি যে টাকা দিয়েছেন তার প্রমাণ আছে কিনা। যদি থাকে তাহলে এ বিষয়ে দুটি মামলা হতে পারে। একটি হলো মানি উদ্ধার এবং স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত। আর যদি না থাকে আপনার একটা বড় রকমের ভুল। আপনার দুঃখটা বুঝতে পারছি। আপনি টাকা তো দিলেন মারও খেলেন। যাই হোক, আপনার অপর পক্ষ একটি বড় ধরনের শাস্তিযোগ্য অন্যায় করেছে। যা ঞযব ঢ়বহধষ পড়ফব ১৮৬০-এর ধারা ৩২০ অনুসারে গুরুতর আঘাতের পর্যায় পড়ে এবং ধারা ৩২২ অনুসারে যে ব্যক্তি আঘাত দান করে সে যে আঘাত করিবার ইচ্ছ করে, বা যে আঘাত করিবার সম্ভাবনা রহিয়াছে বলিয়া জানে- তাহা যদি গুরুতর আঘাত হয় এবং সে যে আঘাত করার তা যদি গুরুতর আঘাত হয় তাহা হইলে সেই ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে বলে গণ্য হবে- আপনার কথানুযায়ী মূলত অপর সাথে আপনার স্বামীর টাকার লেনদেন তার থেকে তিনি আঘাতপ্রাপ্ত না হয়ে তার ভাইয়ের কাছ থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তা স্বেচ্ছাকৃত সুতরাং আপনি মামলা করতে পারেন। মামলায় অন্যায়কারী দোষী সাব্যস্ত হলে ঞযব ঢ়বহধষ পড়ফব ১৮৬০-এর ধারা ৩২০ অনুসারে আসামি যে কোন বর্ণনায় কারাদন্ডে যাহার মেয়াদ ১ বছর পর্যন্ত বা অর্থদন্ডে দন্ডি যাহার পরিমাণ ১০০০ টাকা পর্যন্ত বা উভয়বিধ দন্ডে দন্ডিত হতে পারেন। আপনার স্বামীর দ্রুত আরোগ্য কামনা করছি।
×