ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্মশ্রুমন্ডিত কবিজাতক

প্রকাশিত: ০৬:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

শ্মশ্রুমন্ডিত কবিজাতক

ষাট ও আশির দশকের মধ্যে এক কুড়ি বছরের ব্যবধান। ষাটের শেষার্ধের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ আর আশির দশকের ইংরেজীর শিক্ষার্থী মেধাবী কবি সৈয়দ তারিক। দু’জনের বর্তমান অবয়ব দেখলে মনে হতেই পারে তাঁরা বুঝি যমজ; যদি যমজ নাও বলি তাহলেও বলা যাবে দুই সহোদর। আসলে তাঁরা কবিজাতক, তাই সহোদরপ্রতিম তো বটেই। কবি সৈয়দ তারিকের সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসটি কবিমহলে আলোচিত হচ্ছে। তিনি লিখেছেন : দাড়ি-গোঁফ ও অবয়বের সাদৃশ্যে অনেকেই আমাকে নির্মলেন্দু গুণ বলে ভুল করেন। অনেক সময়ে অপরিচিত তরুণীরা এসে একসাথে ছবি তুলতে চাইলে বলি, ‘কবি নির্মলেন্দু গুণের সঙ্গে ছবি তুলতে চাইছেন বুঝি?’ ইতিবাচকভাবে সে/তারা মাথা নাড়তেই বলি, ‘আমি গুণদা নই, আমি তার ছোট ভাই।’ তরুণীমুখ ম্লান হয়ে যায়। কেউ-কেউ অবশ্য বলেই ফেলে, ‘তবু আমি আপনার সঙ্গে ছবি তুলব।’ এবং ঘটনাচক্রে এরকম তবু-ছবি-তোলা কারো-কারো সঙ্গে ফেসবুকে যোগাযোগ হয়ে যায়। অনুরোধ পাঠিয়ে বার্তা লেখে, ‘আমাকে চিনেছেন? ওই যে আপনার সঙ্গে ছবি তুলেছিলাম, আপনাকে নির্মলেন্দু গুণ ভেবেছিলাম।’ সেই নির্মলদার সঙ্গে এ যাবতকাল কোন ছবি তোলা হয়নি আমার। এ বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। কারণ যদিও তার সঙ্গে দেখা-আলাপ আশির দশকের শুরু থেকেই, কিন্তু তার সৃষ্টির সঙ্গে সংযোগ আরও একদশক আগেই। তিয়াত্তর কিংবা চুয়াত্তর সালে তার কবিতার বই ‘কবিতা অমীমাংসিত রমণী’ আমার হাতে আসে। কিন্তু এ বই পড়বার-বুঝবার-উপভোগের বয়স তখনও হয়নি। রেখে দিলাম সেটা আমার নিজের বয়সোচিত বইয়ের সংগ্রহের পাশে। কিন্তু বছর তিনকের মধ্যেই পাকতে শুরু করলাম। প্রেম করতে শুরু করলাম ক্লাস এইটে পড়বার সময়েই। আমার বাল্যপ্রেমিকা পড়ত সেভেনে। কবিতার প্রতি আকর্ষণের শুরু শৈশবেই, কিন্তু ওই সময় থেকে বিষয়টা বেশ আবিষ্ট করতে শুরু করল। আর, গুণদার কবিতাও প্রবলভাবে অনুভব করতে শুরু করলাম তখন। ‘বুকের উপরে তুমি খঞ্জ হাতে বসে আছ সীমারের মতো, ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ প্রেম, তুমিও কি প্রেমের সীমার?’ ‘ওই যে ছায়ার মতো একটি লোক পথ হাঁটে, তাকে চেন?’ ‘আজ রবিবার আজ হলিডে আজ ম্যানড্রাক্স।’ সমকালীন কবিদের মধ্যে নির্মলেন্দু গুণই প্রথম কবি যার কবিতা মোহিত করেছিল, অনুভূতির মধ্যে বিলোড়ন তুলেছিল। আমার বয়ঃসন্ধিকালের ভাবগুরু তিনি। দেখা হয়েছিল তার সঙ্গে। কিছু সময় আড্ডা হলো। একসঙ্গে ছবি তোলাও হলো। গুণদার সঙ্গে প্রথম ছবি তোলা। জয় গুরু। ১১.২.১৮
×