ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৬:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

বুড়িগঙ্গায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গা নদীতে ডুবে রাকিবুল ইসলাম শান্ত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শান্তর লাশ উদ্ধার করে পাগলা স্টেশন কোস্টগার্ডের ডুবুরিদল। শান্ত পাগলা উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে পাগলা নয়ামটি এলাকার মিলন ডাক্তারের বাড়ির ভাড়াটে শফিকুল ইসলাম রতন মিয়ার ছেলে বলে জানা গেছে। জানা গেছে, বুধবার পরীক্ষা না থাকায় ভালবাসা দিবস উপলক্ষে রাকিবুল ইসলাম শান্ত তার চার সহপাঠীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পশ্চিমপারে ঢাকার কেরানীগঞ্জ থানার পানগাঁও এলাকায় ঘুরতে যায়। বিকেলে ফেরার পথে পাগলা খেয়াঘাটের কাছাকাছি এলে শান্ত ট্রলার থেকে পড়ে নদীতে তলিয়ে যায়। ট্রলারটি ঘাটে পৌঁছার পর শান্তর বন্ধুদের মধ্যে একজন এসে কোস্টগার্ড পাগলা স্টেশনে ঘটনাটি জানায়। কোস্টগার্ডের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা তল্লাশির পর শান্তকে মৃত অবস্থায় উদ্ধার করে ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
×