ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্দোলন দিয়ে এসি রুমে বসে সিরিয়াল দেখে বিএনপি নেতারা ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

আন্দোলন দিয়ে এসি রুমে বসে সিরিয়াল দেখে বিএনপি নেতারা ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৪ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মাঠে আন্দোলন দিয়ে ঢাকায় এসি রুমে বসে হিন্দি সিরিয়াল দেখে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে তত্ত্বাবধায়ক সরকার ও সেই সময়ের দুদক দুর্নীতির মামলা দিয়েছে, আওয়ামী লীগ সরকার তার নামে দুর্নীতি মামলা দেয়নি। বুধবার দুপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে ধামরাইয়ের চৌহাটে টাঙ্গাইলের মির্জাপুরের সঙ্গে সংযোগ রক্ষাকারী বংশী নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া সেই সময়ের দুদকের মামলায় বর্তমানে জেলে রয়েছেন। তার মামলায় রায় আদালত দিয়েছে। খালেদা জিয়ার দুর্নীতি প্রমাণিত হয়েছে- তাই আদালত তাকে সাজা দিয়েছে। এটা সম্পূর্ণ আদালতের বিষয়। সরকার এখানে কোন হস্তক্ষেপ করেনি। তাদের ডাকে দেশের মানুষ কোন আন্দোলনে আসে না। বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে বাড়িতে বসে ভাঙ্গা রেকর্ড বাজায়। বিএনপি নয় বছরে নয় মিনিটও আন্দোলন করতে পারেনি। বিএনপি আন্দোলনে পুরোপুরি ব্যর্থ হয়ে এখন দেশের রাজনীতি নিয়ে বিদেশীদের কাছে নালিশ করা শুরু করেছে। বিদেশীরা দেশে কখনও গণতন্ত্র এনে দিতে পারবে না । উন্নয়ন করলে দেশের মানুষ ক্ষমতায় আনবে। রুপার নৌকা ফিরিয়ে দিলেন মন্ত্রী ॥ স্থানীয় সংসদ সদস্য আব্দুল মালেকের পক্ষ থেকে ১২৮ ভরি ওজনের বেশ বড় সাইজের রুপার তৈরি একটি নৌকা মন্ত্রীকে উপহার দেয়ার জন্য আনা হয়েছিল। মাইকে ঘোষণাও দেয়া হলো। কিন্তু ঘোষণা শুনে বেশ খানিকটা বিরক্তির সুরে মন্ত্রী বললেন, ‘না না। এটা আমি নেব না। জানেন না, আমি এগুলো নিই না। তারপরও কেন দিতে চান?’ অনেক পীড়াপীড়ির পরও মন্ত্রী ওবায়দুল কাদের তার সিদ্ধান্তে অটল থাকেন। অবশেষে অনুষ্ঠানে আনা ফুলের তৈরি নৌকাটি মন্ত্রীর হাতে তুলে দেন আব্দুল মালেক এমপি।
×