ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হালিশহরে অগ্নিকাণ্ডে শিকলে বাঁধা প্রতিবন্ধী নারীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

হালিশহরে অগ্নিকাণ্ডে শিকলে বাঁধা প্রতিবন্ধী নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পায়ে শিকলে বাঁধা এক প্রতিবন্ধী নারীর। বুধবার দুপুরে চান্দগাঁও রাস্তার মাথা এলাকায় একটি বাড়িতে ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাপ্তাই রাস্তার মাথা এলাকার পল্টন বাড়িতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পুড়েছে চারটি বসতঘর। সবচেয়ে মর্মান্তিক হলো এর একটি ঘরে পায়ে শিকল বাঁধা অবস্থায় ছিলেন এক প্রতিবন্ধী নারী। তার নাম শামসুন নাহার (৩০)। শিকল বাঁধা থাকায় বেরিয়ে আসতে পারেননি এই নারী। ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তাকে। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন এই নারীর মরদেহ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন শামসুন নাহার ওই এলাকার আবদুস সামাদের কন্যা। মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে বেঁধে রাখা হতো ঘরের মধ্যে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে চারটি ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×