ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১২৮ অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

১২৮ অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের ফুলকোর্ট সভায় ১৮ বিসিএস ব্যাচের ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন করা হয়েছে। অন্যদিকে ৫ জন যুগ্ম জেলা জজকেও পদোন্নতি দেয়া হয়েছে। প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বুধবার এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা ৫০ মিনিট থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই সভা চলে। ফুলকোর্ট সভায় প্রধানবিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উভয় বিভাগের বিচারপতিগণের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি বিচারপতিগণকে সময়মত এজলাসে উঠা ও সঠিকভাবে বিচারকার্য পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। এছাড়া যাতে আদালতের ভাবমূর্তি ঠিক থাকে সে বিষয়ের উপরও গুরুত্বারোপ করেছেন। বুধবার বিকেল তিনটা ৫০ মিনিটে বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রীমকোর্টের প্রশাসন ভবন নং-৪ এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এটাই হলো প্রথম ফুলকোর্ট সভা। এর আগে ২ ফেব্রুয়ারি দেশের ২২তম প্রধানবিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধানবিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। এদিকে সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান জনকণ্ঠকে বলেন, ফুলকোর্ট সভায় ১৮ বিসিএস ব্যাচের অতিরিক্ত জেলা জজ মর্যাদায় পদোন্নতি প্যানেল অনুমোদন করেছে।
×