ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ লাগাতার প্রশ্ন ফাঁস

প্রকাশিত: ০৩:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ লাগাতার প্রশ্ন ফাঁস

বর্তমান সময়ের অতি আলোচিত ইস্যু হলো প্রশ্নপত্র ফাঁস। আমাদের দেশে প্রতিবছর শিক্ষা বোর্ড থেকে শুরু করে পিএসসিসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সংবাদপত্র ও অনলাইনের মাধ্যমে আমরা জানতে পারি। প্রতিবছর উত্তরোত্তর বিষয়টি বাড়ছে বৈ-কমছে না। শিক্ষা মন্ত্রণালয় এ সমস্যা রোধকল্পে নানা কর্মসূচী হাতে নিয়েছে কিন্তু তবুও নানা ফাঁকফোকর দিয়ে প্রতিবছরই বাইরে চলে যায় প্রশ্নপত্রের একটি কপি। যা পরবর্তীতে লক্ষাধিক কপিতে রূপান্তরিত হয়। এককালে যদিও পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র পাওয়াকে সবাই তাদের চিন্তারও বাইরে রাখত। কিন্তু বর্তমানে তা পিএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত এগিয়ে গেছে। কোমলমতি শিক্ষার্থীরা একে সাধুবাদ জানালেও এর ভয়াবহতা সম্পর্কে তারা অবগত নয়। তাই সরকার থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণকেও এ সমস্যা নিরসণের বিষয়টি আমলে নিতে হবে। প্রশ্নপত্র ফাঁস করে ফেসবুকের এমন বিভিন্ন পেজ, গ্রুপ ইত্যাদি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় খুঁজে বের করে চিরতরে নষ্ট করে দেয়া। ফেসবুক তথা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পরিভ্রমণকারী সচেতন ব্যক্তিদের উচিত প্রশ্নপত্র ফাঁস করে এমন ব্যক্তিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের সহায়তায় ‘অভিভাবক সভা’ করে পরীক্ষার্থী ছেলেমেয়েদের পিতা-মাতাকে এ সম্পর্কে সচেতন করে তোলা। সর্বোপরি সম্মানিত শিক্ষক মহোদয়গণের এ সমস্যা নিরসণে কার্যকরী ভূমিকা আছে বলে আমি মনে করি। স্বভাবতই অধিকাংশ শিক্ষার্থীরা গুরুভক্ত হয়। তাই তাঁরাও পারেন এ বিষয়ে ছাত্রছাত্রীদের সুস্পষ্টভাবে নিষেধ করে দিতে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে প্রশ্ন ফাঁসের মতো একটি ব্যাধিকে দূর করতে। তাই শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন প্রশাসনের পাশাপাশি জনগণকে আরও বেশি সোচ্চার হতে হবে। মিঠাপুকুর, রংপুর থেকে
×