ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি চাপ রাখুন ॥ শাহরিয়ার আলম

প্রকাশিত: ০১:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি চাপ  রাখুন ॥ শাহরিয়ার আলম

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান। ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিভাগের চেয়ারম্যান জিন ল্যাম্বার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ইউরোপীয় প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের প্রশংসা করেন। তারা জানান, রোহিঙ্গা সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত হতে সব ধরণের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরানোর পক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও পার্লামেন্ট শক্তিশালী ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্ট রেজ্যুলেশনও নিয়েছে। তবে রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখার জন্য প্রতিমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান। রোহিঙ্গা পরিস্থিতি’তি দেখতে ইউরোপীয় পার্লামেন্টের চারটি প্রতিনিধি দল ঢাকা সফর করছে। চারটি প্রতিনিধি দলের মোট ১১ জন সদস্য রয়েছেন। প্রতিনিধি দলের সদস্যরা সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট শুরু থেকেই রোহিঙ্গা সংকটের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। সে কারণে এখন রোহিঙ্গাদের বাস্তব অবস্থা দেখতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন।
×