ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে ৮ নারী ছিনতাইকারী আটক

প্রকাশিত: ০০:২১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

সীতাকুণ্ডে ৮ নারী ছিনতাইকারী আটক

নিজস্ব সংবাদদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুদর্শী মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে টাকা-পয়সা ও স্বর্ণঅলংকার ছুরির অভিযোগে ৮ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সীতাকু- পৌরসদর শিব চতু’দর্শী মেলা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন আবদুল স্ত্রী আসমা বেগম(১৮), ফরুক মিয়ার স্ত্রী বিলকিস(২০) ও কাউসারের স্ত্রী ফুলতারা(২৪), সিলেট জেলার হবিগঞ্জ থানার সাঈদ মিয়ার স্ত্রী কুলসুম(৩০) একই এলাকার আজিজুর রহমানের স্ত্রী নাসিমা(২২), রহমতের স্ত্রী অনি সুমা(২৫), জামালপুর জেলার নিলু মিয়ার স্ত্রী কুলসুমা(৩০) ও কুষ্টিয়া জেলার সাগরের স্ত্রী রসিদা(২০)। আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মো.বেলায়েত উল্ল্যাহ। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন,‘সীতাকুণ্ডের শিব চত’দর্শী মেলাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ নারী-পুরুষ তীর্থযাত্রী আসে। আর এসব মেলায় প্রচন্ড ভীড় থাকে। এসব কথা চিন্তা করে ছিনতাইকারী বিভিন্ন কৌশল অবলম্বন করে ছিনতাই কাজ করে থাকে। আমরা এদের আট সদস্যকে আটক করেছি,হিন্দুদের মেলায় কেন মুসলিম নারী আসছে সব বিষয় চিন্তা করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিব।’
×