ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোনভাবেই বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের স্বার্থ বিসর্জন দেওয়া হবে না ॥ বিএসইসি চেয়ারম্যান

প্রকাশিত: ০০:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

কোনভাবেই বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের  স্বার্থ বিসর্জন দেওয়া হবে না ॥ বিএসইসি চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের স্বার্থ বিসর্জন দেওয়া হবে না বলে জানান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। বুধবার কারওয়ান বাজারস্থ হোটেল লাভেন্সি হল রুমে পুঁজিবাজার সাংবাদিকদের প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডারদের স্বার্থে যা যা করার দরকার তার সবই করব। পুঁজিবাজার সাংবাদিকদের নিয়ে মসলিন ক্যাপিটাল ও ক্যাপিটাল মার্কেট জানালিস্ট ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এই অনুষ্ঠানে খায়রুল হোসেন বলেন, বিএসইসি বিগত কয়েক বছরে বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে অনেক আইন প্রণয়ন করেছে, পাশাপাশি অনেক আইনের পরিবর্তন এনেছে। যে কারণে পুঁজিবাজার এখন স্থিতিশীল পর্যায়ে দাঁড়িয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে তিনি বলেন, পুঁজিবাজার বিকাশে ভেঞ্চার ক্যাপিটাল অন্যতম একটি প্রোডাক্ট। এর মাধ্যমে নতুন উদ্যোক্তাদের আইডিয়াকে বাস্তবে রূপদান করা সম্ভব। আমেরিকাতে ফেসবুক, জেরক্স, ইনটেলের মতো কোম্পানি খ্যাতি অর্জন করেছে এই ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে। বাংলাদেশে এই ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইক্যুইটি এবং ইমপ্যাক্ট ফান্ড নিয়ে অনেক কাজ শুরু হয়েছে। পুঁজিবাজারে ভেঞ্চার ক্যাপিটালের মতো কোম্পানি বড় ধরণের ভূমিকা পালন করবে বলে মনে করেন বিএসইসির চেয়ারম্যান। এ নিয়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইনকানুন করতে যাচ্ছে বলেও জানান তিনি। এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল এবং মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন। দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজারের সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
×