ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহীদের আত্মদান যেন বৃথা না যায় ॥ শফী আহমেদ

প্রকাশিত: ২০:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

শহীদের আত্মদান যেন বৃথা না যায় ॥ শফী আহমেদ

অনলাইন রিপোর্টার ॥ আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল সংলগ্ন শহীদ বেদিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জালী অর্পন করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা। ঢাকসুর সাবেক ভিপি আক্তারুজ্জামান, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ঢাকসু জিএস মোস্তাক আহমেদ, (জাসদ) ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক প্রধান এমপি, সাধারণ সম্পাদক শফী আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আক্তারুজ্জামান ও আনোয়ারুল হক। তারা শহীদের রক্ত যেন বৃথা না যায় সে প্রত্যয়ে কাজ করার জন্য দেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সচেতন মানুষের প্রতি আহাবান জানান। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা শফী আহমেদ জানান, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারিতে বটতলায় সমবেত হয়েছিল জীবন বাজি রেখে সামরিক স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে হাজার হাজার ছাত্র-জনতা।’ছাত্রনেতারা রাজপথে সেদিন শহীদ হয়েছিলেন। সেই শহীদের আত্মদান যেন বৃথা না যায় আজকের দিনে এই হোক আমাদের প্রত্যয়’।
×