ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাসায়নিক অস্ত্র ব্যবহার ॥ সিরিয়াকে ফ্রান্সের হুঁশিয়ারি

প্রকাশিত: ২০:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

রাসায়নিক অস্ত্র ব্যবহার ॥  সিরিয়াকে ফ্রান্সের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক ॥ সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। আর যদি তা প্রমাণিত হয় তবে সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোঁ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইমানুয়েল ম্যাকোঁ বলেন, 'সিরিয়ায় বেসামরিক ব্যক্তিদের ওপর ক্লোরিন বোমা হামলার আলামত পেয়েছে প্যারিস।' তিনি বলেন, 'রাসায়নিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা একটি অনতিক্রম সীমা নির্ধারণ করে দিয়েছি। যদি আমরা প্রমাণ পাই, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে, যেখানে রাসায়নিক অস্ত্র বানানো হচ্ছে, আমরা সেখানে হামলা চালাবো।'ম্যাকোঁ বলেন, 'বেসামরিক লোকদের ওপর নিয়ম ভেঙে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করতে পারেনি আমাদের সশস্ত্রবাহিনী।' এদিকে, সিরিয় সরকার বেসামরিক ব্যক্তিদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দাবি, কেবল সশস্ত্র বিদ্রোহী ও জঙ্গিদের অবস্থান লক্ষ্য করেই রাসায়নিক অস্ত্রের হামলা চালানো হচ্ছে। তথ্যসূত্র: রয়টার্স
×