ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফোনে কথা বলতে বাধা দেয়ায় স্বামীকে পুড়িয়ে হত্যা!

প্রকাশিত: ১৮:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

ফোনে কথা বলতে বাধা দেয়ায় স্বামীকে পুড়িয়ে হত্যা!

অনলাইন ডেস্ক ॥ স্ত্রীকে মোবাইল ফোনে কথা বলতে বাধা দিয়ে চরম খেসারত দিতে হল এক ব্যক্তিকে। ক্ষুব্ধ স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরেছেন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বলরামপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি ফোনে স্ত্রী পূজার বেশি কথা বলা নিয়ে আপত্তি জানান স্বামী নাঙ্কে। এতে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার পর রাতের খাওয়া শেষ করে নাঙ্কে শুয়ে পড়েন। তখন তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ক্ষিপ্ত পূজা। আগুন ধরে যাওয়ার পর বাঁচার জন্য নাঙ্কে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে লখনৌয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন ১২ ফেব্রুয়ারি নাঙ্কে মারা যান। এদিকে ঘটনার পর থেকেই পূজা পলাতক রয়েছেন। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে নাঙ্কের পরিবার বলছে, গত ৮ ফেব্রুয়ারি পূজার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। কিন্তু চারদিনেও পূজাকে আটক করেনি পুলিশ।
×