ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জ্যাকব জুমাকে এএনসির পদত্যাগের চাপ

প্রকাশিত: ১৮:২২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

জ্যাকব জুমাকে এএনসির পদত্যাগের চাপ

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদত্যাগ করতে বলেছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। দলের শীর্ষ পর্যায়ে একজন নেতা মঙ্গলবার একথা জানিয়েছেন। দুর্নীতির কেলেঙ্কারির মুখে জুমা পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে এএনসির নির্বাহী কমিটির কর্মকর্তারা এক দীর্ঘ বৈঠকের পর তাকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে বলার সিদ্ধান্ত নেন। জুমা এখন পার্টির দাবি মেনে পদত্যাগ করবেন নাকি ক্ষমতা আঁকড়ে থাকবেন এবং পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হবেন, সে বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে।-খবর এনবিসি নিউজের। এএনসির মহাসচিব এইস মাগাশুলে জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৭৫ বছর বয়সী জুমা পদত্যাগ করতে রাজি হয়েছেন। তবে আগামী তিন থেকে ছয় মাসের একটি ক্রান্তিকালীন মঞ্জুর করা হলেই কেবল সেটি করতে চান তিনি। কিন্তু এএনসি জুমার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং প্রেসিডেন্টের অবস্থান এখন কী তা স্পষ্ট নয় বলে জানিয়েছে সিএনএন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দুর্নীতির বহু অভিযোগ এড়িয়ে টিকে আছেন এএনসির সাবেক শীর্ষ নেতা জুমা।
×