ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কয়েকটি দুমড়ে মুচড়ে গেছে

বাংলামোটরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটসহ ১১ গাড়ি ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৮:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

বাংলামোটরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটসহ ১১ গাড়ি ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাংলামোটরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারসহ ১১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার রাত ১১টায় জনকণ্ঠ ভবনের পাশেই ফ্লাইওভার থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, বাংলামটরে সিগন্যাল থাকায় ফ্লাইওভারের ওপরের গাড়িগুলো জ্যামে আটকে ছিল। সিগন্যাল ছাড়ার পর গাড়িগুলো আস্তে আস্তে ফ্লাইওভার থেকে নামতে শুরু করে। এ সময় হঠাৎ করে পেছন থেকে একটি ট্রাক সামনে থাকা একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি তার সামনে থাকা প্রাইভেটকারটিকেও ধাক্কা মারে। এভাবে পর্যায়ক্রমে সামনে থাকা গাড়িগুলো পেছন থেকে ধাক্কা খেতে থকে। সামনে পেছনে গাড়ির ধাক্কার কারণে পরপর লাইনে থাকা ১১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি গাড়ির পেছন দিক এবং সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মূলত গতিবেগ কম থাকায় গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে যে ট্রাকের ধাক্কা দেয়ার মাধ্যমে এ দুর্ঘটনার সূত্রপাত ঘটে সেটিকে আটক করতে পারেনি পুলিশ। ধাক্কা দিয়েই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে অন্য লোকে এসে ট্রাকটি সরিয়ে নিয়ে যায়। ফ্লাইওভারের ওপর এভারে গাড়ি দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যান চলাচল বিঘœ ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানচলাচলও স্বাভাবিক হয়ে যায়।
×