ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গেণ্ডারিয়ায় স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলেন মেয়র সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

গেণ্ডারিয়ায় স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলেন মেয়র সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বাসিন্দাদের আজ থেকে আর দূরের কোন হাসপাতালে যেতে হবে না। তারা হাতের নাগালে (গে-ারিয়ায়) ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি মঙ্গলবার রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় স্বাস্থ্যকেন্দ্রটি উদ্বোধনকালে এসব কথা বলেন। উদ্বোধনকালে তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ ধরনের চিকিৎসাকেন্দ্র চালু করায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডাঃ এ কে আজাদ খান, মহাসচিব প্রাক্তন সচিব সাইফুদ্দিন আহম্মেদ, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের বোর্ড অব ম্যানেজমেন্ট চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ শেখ সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ও স্থানীয় কাউন্সিলর।
×