ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৬৫ দেশে এক কোটিরও বেশি বাংলাদেশী কর্মরত

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

১৬৫ দেশে এক কোটিরও বেশি বাংলাদেশী কর্মরত

সংসদ রিপোর্টার ॥ বিশ্বের ১৬৫টি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশী কর্মী কর্মরত আছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এছাড়া মানব পাচার প্রতিরোধ ও মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ব হ্রাসে নানাবিধ শ্রমিকবান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, বিদেশে যে সমস্ত প্রবাসী কর্মী আনডকুমেন্টেড (পরিচয়পত্রহীন) অবস্থায় রয়েছে তাদের সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশী মিশনের মাধ্যমে বৈধকরণ, আইনী সহায়তা দেয়া এবং দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়।
×