ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন ঠাঁই নেই ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন ঠাঁই নেই ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে সকল সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেলে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) তৃতীয় সমাবর্তনে নতুন গ্র্যাজুয়েটদের বলেন, এটি নিশ্চিত করতে হবে যে, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন ঠাঁই নেই। খবর বাসসর। অধ্যাপক এমিরিটাস ড. এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন। বিরোধী দলীয় নেতার সাক্ষাত ॥ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ মঙ্গলবার সংসদ ভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন মঙ্গলবার সন্ধ্যায় বাসসকে জানান, বিরোধী দলীয় নেতা পর পর দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোঃ আবদুল হামিদকে অভিনন্দন জানান।
×