ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসছে ‘চাইল্ডপ্রুফ’ স্মার্টফোন!

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

আসছে ‘চাইল্ডপ্রুফ’ স্মার্টফোন!

ছোট শিশুদের কাছ থেকে নিজের স্মার্টফোন দূরে রাখাটা অনেক সময়ই কষ্টসাধ্য হয়ে পড়ে। এই সমস্যার কথা মাথায় রেখে এবার বানানো হয়েছে বয়স শনাক্তকারী এ্যালগরিদম। এটি কোন শিশু স্মার্টফোনের স্ক্রিন সোয়াইপ করতে গেলে তা জানিয়ে দেবে আর ব্যবহারকারী চান না শিশু ব্যবহার করুক এমন এ্যাপগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক একটি গবেষণায়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা আর চীনের ঝেইজাং ইউনিভার্সিটির গবেষকরা এই বয়স-শনাক্তকারী এ্যালগরিদম বানিয়েছেন। একটি সোয়াইপের ক্ষেত্রেই এই এ্যালগরিদমে সঠিক বয়স শনাক্তের হার ৮৪ শতাংশ আর আটটি সোয়াইপের পর হারটা ৯৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। গবেষকরা স্মার্টফোনের স্ক্রিন সোয়াইপের ক্ষেত্রে শিশু আর বড়দের মধ্যে পার্থক্য বের করতে সক্ষম হয়েছেন। তারা দেখেন, শিশুদের হাত আর আঙ্গুলের ছাপ ছোট হওয়ায় তারা স্ক্রিনের অপেক্ষাকৃত ছোট জায়গায় স্পর্শ করে আর সোয়াইপগুলোও বড়দের তুলনায় ছোট হয়। এছাড়া স্ক্রিনে শিশুদের ধীরে সোয়াইপের প্রবণতা দেখা গেছে। সোয়াইপ করা থেকে ট্যাপ করতে যেতেও তাদের বেশি সময় লাগে। এই গবেষণায় গবেষকরা তিন বছর বয়সের কয়েকজন শিশু আর ২২ থেকে ৬০ বছর বয়সীদের কয়েকজনকে এ নিয়ে নতুন বানানো একটি এ্যান্ড্রয়েড এ্যাপে সংখ্যাভিত্তিক একটি গেম খেলতে দেয়। গবেষণার ফলাফল থেকে দেখা যায়, তারা বয়স-শনাক্তকারী এ্যালগরিদমটিকে শেখাতে পেরেছে। এটি কোন স্মার্টফোনে এখনও বানানো না হলেও এটি আশাদায়ক ফলাফল দেখিয়েছে। সেই সঙ্গে শিশুদের আঙ্গুল যে ভুল জায়গায় ট্যাপ করছে না তাও নিশ্চিত করেছে এটি। -লাইফওয়্যার
×