ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় আহত শিশু রাশেদার চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় আহত শিশু রাশেদার চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনার শিকার শিশু রাশেদা খাতুনের (১১) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পেয়েছে। হাত পা ভেঙ্গে গেছে, শরীরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিরা ছিঁড়ে গেছে। জরুরী ভিত্তিতে দুটি মেজর অপারেশন করা দরকার বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রায় দেড় লাখ টাকা দরকার। কিন্তু এই শিশুটির আত্মীয় স্বজনদের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। রাশেদার পিতা-মাতা মারা গেছেন। সে বর্তমানে মামা মোঃ ইউসূফের আশ্রয়ে রয়েছে। তার মামা একটি ডিপার্টমেন্টাল স্টোরের একজন সামান্য কর্মচারী। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় শিশু রাশেদার চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার মামা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮৫৮৪৯১৫২৬। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে মো. ইউসূফ, ইসলামী ব্যাংক লি., মৌচাক শাখা, ঢাকা, হিসাব নং ৫৩৯১৮। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×