ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাফরুলে নারী জঙ্গীর হামলার শিকার কাউন্টার টেররিজম ইউনিট সদস্য

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

কাফরুলে নারী জঙ্গীর হামলার শিকার কাউন্টার টেররিজম ইউনিট সদস্য

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলে এক নারী জঙ্গীর হামলার শিকার হয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) এক সদস্য। ওই নারীর বড় বোন অস্ট্রেলিয়ায় সন্দেহভাজন জঙ্গী হিসেবে গ্রেফতার হয়েছিল। এ বিষয়ে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এই হামলা শিকার হন তিনি। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় আসামাউল হুসনা ওরফে সুমনাকে (২২) গ্রেফতার করা হয়। মঙ্গলবার দশ দিনের রিমান্ডে চেয়ে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানান, সুমনা এবং অস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়া তার বড় বোন মোমেনা সোমা জঙ্গীবাদের সঙ্গে সম্পৃক্ত। বড় বোনের হাত ধরে ছোট বোন সুমনাও জঙ্গীবাদে জড়িয়ে পড়ে। সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান জানান, অস্ট্রেলিয়ায় সন্দেহভাজন ওই নারীর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে কাফরুলে তার পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদ যান। সেখানে গেলে সুমনা আমাদের এক সদস্যকে ছুরিকাঘাতের চেষ্টা করে। এরপর তাকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হয়েছে। কেন সে এ ঘটনা ঘটিয়েছে। কী কারণে তার বোনকে অস্ট্রেলিয়ায় সন্দেহ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে তা জানা যাবে। সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সুমনা নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উত্তর মেলবোর্নে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করার পর বাংলাদেশী নারী শিক্ষার্থী মোমেনা সোমাকে আটক করে অস্ট্রেলিয়ান পুলিশ। ওই দেশের পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানান, জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে সে অস্ট্রেলিয়ান ওই ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছিল। ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা জানান, অস্ট্রেলিয়ায় সোমা নামের এক বাংলাদেশী নারী গ্রেফতার হওয়ার পর কাউন্টার টেররিজম ইউনিটের একটি ইউনিট কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়ার বাসায় যায়। সিটিটিসির কর্মকর্তারা সোমার বাবা ও ছোট বোন সুমনার সঙ্গে কথা বলে। কথা শেষ হওয়ার আগেই হিজাবের নিচে লুকিয়ে রাখা একটি ছুরি নিয়ে সুমনা এক সিটির এক কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ছুরিকাঘাতে ওই কর্মকর্তার শার্ট ছিঁড়ে গায়ে ছুরির আঁচড় লাগে। আচমকা এই আক্রমণ সামলিয়ে ওই কর্মকর্তা অন্যদের সহায়তায় সঙ্গে সঙ্গে তাকে আটক করেন। পরে তার বিরুদ্ধে কাফরুল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। সিটিটিসির ওই কর্মকর্তা বলেন, অস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়া মোমেনা সোমা এবং ঢাকায় গ্রেফতার হওয়া তার ছোট বোন সুমনা দু’জনই আন্তর্জাতিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের ভিডিও দেখে জঙ্গীবাদে সম্পৃক্ত হয়েছেন। তবে তারা সেল্ফ র‌্যাডিক্যালাইজড নাকি কারও মাধ্যমে তারা র‌্যাডিক্যাল হয়েছে তা খতিয়ে দেখার জন্য সুমনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×