ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার আইনজীবী

রায়ের সার্টিফাইড কপি পেলে আগামীকাল আপীল

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

রায়ের সার্টিফাইড কপি পেলে আগামীকাল আপীল

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-িত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে আগামীকাল বৃহস্পতিবার উচ্চ আদালতে আপীল করা হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আজ বুধবার যদি রায়ের কপি পাই তা হলেই বৃহস্পতিবার আপীল করা হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি ভর্তি পিস্তলসহ যাত্রী আটকের পর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার ঘটনায় ওই সময়ে উত্তরা জোনের ডিসি বিধান চন্দ্র ত্রিপুরাকে সতর্ক করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। ত্রুটিপূর্ণ মিটার ও বর্ধিত বিদ্যুত বিল সংক্রান্ত ২০০৬ সালের একটি মামলা আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজকে নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। গ্রাম পুলিশের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এসব আদেশ প্রদান করেছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-িত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে আগামীকাল বৃহস্পতিবার উচ্চ আদালতে আপীল করা হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, রায়ের সার্টিফাইড কপি আজ বুধবার পেতে পারি। যদি কপি পেয়ে যাই তা হলে বৃহস্পতিবার আপীল করতে পারব। উল্লেখ্য, সোমবার রায়ের সার্টিফাইড কপি নেয়ার জন্য তিন হাজার পৃষ্ঠার কার্টিজ পেপার আদালতে জমা দেন খালেদা জিয়ার আইনজীবী। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ কার্টিজ পেপারগুলো জমা দেন খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পরে তিনি বলেন, খালেদার সার্টিফাইড রায় এ কার্টিজ পেপারে লেখা হবে। সার্টিফাইড কপি পাওয়ার পর উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিনের জন্য আপীল করা হবে। পুলিশ কর্মকর্তা বিধান ত্রিপুরাকে সতর্ক করলেন হাইকোর্ট ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিভর্তি পিস্তলসহ যাত্রী আটকের পর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার ঘটনায় ওই সময়ে উত্তরা জোনের ডিসি বিধান চন্দ্র ত্রিপুরাকে সতর্ক করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের জেলা জজকে মামলা নিষ্পত্তির নির্দেশ ॥ ত্রুটিপূর্ণ মিটার ও বর্ধিত বিদ্যুত বিল সংক্রান্ত ২০০৬ সালের একটি মামলা আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজকে নির্দেশ দিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। গ্রাম পুলিশের চাকরি রাজস্ব খাতে নিতে রুল ॥ গ্রাম পুলিশের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চতুর্থ শ্রেণীর স্কেলের সমমর্যাদায় বেতন কেন দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
×