ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নয় দিনব্যাপী বই মেলার উদ্বোধন

প্রকাশিত: ০২:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে নয় দিনব্যাপী বই মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার নয় দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। “ বইয়ের জানালায় অজানা আকাশ ছোয়া যায়” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার বিকেলে রঙিন বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, সংসদ সদস্য অধ্যাপক ইয়াছিন আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার ফারহাত আহমেদ ও জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী। এসময় প্রধান অতিথি একজন বীরাঙ্গনার হাতে নতুন বাড়ির চাবি, ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’র ১৯ টি পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর, ২৫টি ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর এবং স্থানীয় ছয়জন লেখকের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে এবং তাঁর নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে। ডিজিটালের পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে হয়েছে ব্যাপক উন্নয়ন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে জয়ী করতেই হবে। নয় দিনের এ মেলায় বিভিন্ন লেখকের বই নিয়ে ৫০টি স্টল বসেছে। প্রধান অতিথি পরে মেলার প্রত্যেকটি স্টল ঘুড়ে দেখেন। মেলায় প্রচুর দর্শক সমাগম হচ্ছে। এছাড়া মেলার মঞ্চে প্রতিদিন সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
×