ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে রিকশায় চাঁদাবাজি, যুবকের কারাদন্ড

প্রকাশিত: ০২:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরে রিকশায় চাঁদাবাজি, যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর জেলা শহরে রিকশা ও অটোরিকশায় চাঁদাবাজির অভিযোগে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। দ-প্রাপ্ত যুবকের নাম ফয়সাল (৩০)। সে গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত মোঃ সুলতান মিয়ার ছেলে। গাজীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীনের নেতৃত্বে জেলা শহরের জয়দেবপুর রেলগেট এলাকায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদাবাজির সময় ১৩টি অবৈধ রশিদ ও ২৮৭ টাকাসহ ফয়সালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করে।
×