ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে সেই ক্যাম্পের ১০ পুলিশ সদস্যকে বদলী

প্রকাশিত: ০২:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

বরিশালে সেই ক্যাম্পের ১০ পুলিশ সদস্যকে বদলী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এক সাংবাদিক ও তার পুত্রকে নির্যাতন করে উল্টো মিথ্যে মামলা দায়েরকরা বাদিসহ (কনস্টবল) জেলার উজিরপুর উপজেলার শিকারপুর পুলিশ ক্যাম্পের ১০ সদস্যকে মঙ্গলবার সকালে বদলী করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, স্থানীয় সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুর সাথে ক্যাম্প পুলিশ সদস্যদের সৃষ্ট বিরোধের জেরধরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ক্যাম্পের একজন এএসআই, দুইজন নায়েক ও সাতজন কনস্টবলকে ক্যাম্প থেকে বদলী করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। উজিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আকরামুল হক বলেন, সাংবাদিকের সাথে বিরোধের কারণে নয়, নিয়মিত বদলীর রুটিন অনুযায়ী ওই ১০জনকে ক্যাম্প থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দরের ব্যবসায়ীদের উপস্থিতিতে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু ও তার পুত্র জয় মাহমুদকে মারধর করে শিকারপুর ক্যাম্প পুলিশের কনস্টবল মাহবুব হোসেন, ফয়সাল ও মাহবুব শেখ। একপর্যায়ের উপস্থিত ব্যবসায়ীদের তোপের মুখে পরে ক্যাম্পের পুলিশ সদস্যরা। বিষয়টি ধামাচাঁপা দেয়ার জন্য সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুর বিরুদ্ধে ক্যাম্পের কনস্টবল মাহবুব তার ওপর হামলার অভিযোগ এনে থানায় একটি মিথ্যে মামলা দায়ের করেন। পুলিশের নাটকীয় মামলার পর সোমবার সকালে শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটি, উজিরপুর রিপোর্টার্স ইউনিটি, আগৈলঝাড়া প্রেসক্লাব, গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পৃথকভাবে প্রতিবাদ সভা করে মামলা প্রত্যাহারসহ সাংবাদিক নির্যাতনকারীদের বিচারের দাবি করা হয়। এ ঘটনার একদিন পর সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলার বাদিসহ ক্যাম্পের ১০ পুলিশ সদস্যকে মঙ্গলবার জেলা পুলিশ সুপারের নির্দেশে বদলী করা হয়।
×