ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় সংসদে ঋতুরাজ বসন্তের ছোঁয়া

প্রকাশিত: ০১:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় সংসদে ঋতুরাজ বসন্তের ছোঁয়া

সংসদ রিপোর্টার ॥ ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছিল জাতীয় সংসদেও। বসন্তের প্রথম দিনে সংসদেও বইছে বসন্তের হাওয়া। বসন্ত উৎসবের চেতনা ধারণ করে সংসদ সদস্যদের অনেকেই বাসন্তী রঙ হলুদ পোশাক করে মঙ্গলবার অধিবেশবে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বাসন্তী শাড়ি পরে অধিবেশনের সভাপতির আসনে বসেন। শুধু স্পীকারই নন, সরকার ও বিরোধী দলের অনেক সংসদ সদস্যই হলুদ পাঞ্জাবী, শাড়ি কিংবা থ্রিপিস পড়ে সংসদ অধিবেশনে যোগ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়েও সংসদ সদস্যরা স্পীকারসহ নিজ নিজ এলাকার মানুষকে বসন্তের শুভেচ্ছা জানাতে ভোলেননি। সংসদের শুরুতেই অধিবেশনে বাসন্তির রঙ হলুদ পাঞ্জাবি পড়ে অধিবেশনে প্রবেশ করেন সরকার দলীয় হুইপ ইকবালুর রহীম ও সংসদ সদস্য পংকজ দেবনাথ। নারী সংসদ সদস্যদের অধিকাংশই বাসন্তী রঙের শাড়ি পড়ে এসেছেন। এদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সিমিন হোসেন রিমি, ফজিলাতুন নেসা বাপ্পি, নাসিমা ফেরদৌসী, জাতীয় পার্টির রওশন আরা মান্নানসহ অনেকেই বাসন্তি শাড়ি পড়ে সংসদ অধিবেশনে যোগ দেন। শুধু সংসদ সদস্যরাই নন, সংসদ সচিবালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীকেও দেখা যায় বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবী কিংবা টি-শার্ট পড়ে আসতে। এ প্রসঙ্গে দু’জন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, আমাদের অনেক পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারী বাসন্তি শাড়ি ও পাঞ্জাবী পড়ে এসেছেন। এটা অফিসিয়ালি কোন নির্দেশ ছিল না, তবে যে যার মতো করে শাড়ি, স্যালোয়ার কামিজ পড়ে এসেছেন, ছবি তুলছেন বসন্তের সাজে।
×