ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে কৃষিবিদ দিবস পালিত

প্রকাশিত: ২৩:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

নীলফামারীতে কৃষিবিদ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ “বঙ্গবন্ধু অবদান,কৃষিবিদ ক্লাসওয়ান” এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে কৃষিবিদ দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা কৃষিবিদ ইনস্টিটিউশনের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হতে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক কিশোরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনুর আলম, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা অদ্বৈত চন্দ্র দায়, জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা আফতাব হোসেন, বি,এ,ডিসির উপ-পরিচালক এনামুল হক প্রমুখ।
×