ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রিয়ালে যোগ দেবে নেইমার॥ মার্সেলো

প্রকাশিত: ১৮:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

রিয়ালে যোগ দেবে নেইমার॥ মার্সেলো

অনলাইন ডেস্ক ॥ পিএসজি ছেড়ে বনেদি ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন নেইমার! বেশ কিছু দিন ধরেই এমন গুঞ্জনে সরব বিশ্ব ফুটবল অঙ্গন। এবার সেই পালে হাওয়া লাগালেন লস ব্লাঙ্কোজ ডিফেন্ডার মার্সেলো। জানালেন,একদিনরিয়ালে যোগ দেবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গত আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। এরই মধ্যে নিজেকে প্যারিসের রাজপুত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবু খবর বের হয়েছে, সেখানে ভালো নেই ব্রাজিল যুবরাজ। কোচ ও সতীর্থদের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। এতে যারপরনাই বিরক্ত হয়ে পিএসজি ছাড়ছেন। নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্পোর্তে ইন্তেরাতিভোকে মার্সেলো বললেন, ‘হ্যাঁ, ঠিকই শুনছেন। রিয়ালের ডেরায় ভিড়বেনেইমার। সেটি আজ হোক কিংবা কাল। সান্তিয়াগো বার্নাব্যুর জন্য একেবারে ফিট সে। তাকে পেতেও মরিয়া ক্লাবটি।’ ক্যারিয়ারের উচ্চগগনে রয়েছেন নেইমার। স্প্যানিশ মাতানোর পর মাতাচ্ছেন ফ্রেঞ্চ লিগ। ২৬ বছর বয়সী এ তারকাকে পাওয়া দীর্ঘদিনের স্বপ্ন রিয়ালের। ২০১৩ সালে চেষ্টা করলেও অর্থের দৌড়ে পেরে ওঠেনি গ্যালাকটিকোরা। এ লেফ্ট ব্যাক বলেন, ‘গ্রেট প্লেয়াররা রিয়াল মাদ্রিদে খেলেন। সেই সূত্রেই ক্লাবটিতে খেলার কথা নেইমারের। আমি মনে করি, একদিন রিয়ালে যোগ দেবে সে।’ ভিন্ন ক্লাবের হয়ে খেললেও ব্রাজিল জাতীয় দলে একসঙ্গে খেলেন নেইমার-মার্সেলো। দুজনের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। তাদের ঘিরে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছেন সেলেকাওরা।
×