ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামাজিক মর্যাদা অনুযায়ী খালেদার জন্য জেলে সব ব্যবস্থা নেয়া হয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:১২, ১২ ফেব্রুয়ারি ২০১৮

সামাজিক মর্যাদা  অনুযায়ী খালেদার জন্য জেলে সব ব্যবস্থা নেয়া হয়েছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সামাজিক মর্যাদা বিবেচনায় কারাগারে তার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের ছয় বছর পূর্ণ হওয়ার পরও ওই হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ব্যর্থতা দেখছি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সামাজিক মর্যাদা বিবেচনায় কারাগারে তার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদ- এবং মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে। খালেদা জিয়াকে ডিভিশন দেয়া নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খবর পেয়েছি, মহামান্য আদালত থেকে একটা দিক-নির্দেশনা আসছে, সেটা আসুক। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তারপরও বলি, আমি আগেও বলেছি- তার সামাজিক মর্যাদা, দুইবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই দিকে খেয়াল রেখেই আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, কোর্ট থেকে একটি নির্দেশনা আসছে সেগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। যদি আরও নতুন কিছু ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কাছে আসে, আমরা অবশ্যই সেগুলো করব। সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের ছয় বছর পূর্ণ হওয়ার পরও ওই হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতদিনেও হত্যা রহস্য উদ্ঘাটন করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, না, আইনশৃঙ্খলা বাহিনীর কোন ব্যর্থতা নেই। তিনি এ কথাও বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্তের দায়িত্বে থাকা র‌্যাব শীঘ্রই সবাইকে আলোকিত (হত্যার রহস্য উদ্ঘাটন) করবে। রবিবার সচিবালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। খালেদা জিয়াকে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেয়া হয়েছে- আইজি প্রিজন ॥ স্টাফ রিপোর্টার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রথম শ্রেণীর ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদা দেয়া হয়েছে। তাই রবিবার থেকেই তিনি জেলকোড অনুযায়ী ডিভিশনপ্রাপ্ত বন্দীর প্রাপ্য সকল সুবিধাই ভোগ করবেন বলে জনকণ্ঠকে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। সন্ধ্যার পর কারাগারে ডিভিশনপ্রাপ্তির কাগজ পৌঁছলে কারা মহাপরিদর্শক এসব কথা বলেন। এর ফলে খালেদা জিয়া কারাগারে খাট, চেয়ার-টেবিল, তোষক, চাদর, বালিশ, টুথপেস্ট, ব্রাশ, পেস্ট, সকাল-বিকেল নাস্তা, জেলকোডের মেনু অনুযায়ী পছন্দসই খাবার খাওয়া, রেডিও ও টেলিভিশন শোনা, সার্বক্ষণিক কাজের জন্য একজন কয়েদি সেবকসহ প্রথম শ্রেণীর বন্দীর সকল সুবিধাই প্রাপ্য হবেন। বর্তমানে খালেদা জিয়া পুরান ঢাকা কারাগারের মহিলা সেলের তিনতলা ভবনের ২তলায় ডে কেয়ার সেন্টারেই থাকছেন। সেখানে তাকে এই সকল সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সার্বক্ষণিক সহায়তার জন্য ৪ জন কারারক্ষী নিয়োজিত রয়েছেন। এর আগে দুপুরে রাজধানীর উমেশ দত্ত রোডের কারা অধিদফতরের নিজকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত কর্তৃক কারা কর্তৃপক্ষের কাছে কোন প্রকার নির্দেশনা না থাকায় গত তিনদিন সাধারণ বন্দীর মতোই ছিলেন বেগম খালেদা জিয়া। তবে আমরা শুনেছি ডিভিশনের বিষয়ে আদালত নাকি নির্দেশনা দিয়েছে এই আদেশ প্রাপ্তির পর জেলকোড অনুযায়ী সকল ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে নয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিশেষ জেলে রাখা হয়েছে। তিনি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছেন এবং নিয়মিত খাবার গ্রহণ করছেন।
×