ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ পুলিশ-আওয়ামীলীগ দফায় দফায় ত্রিমুখী সংর্ঘষ

প্রকাশিত: ০৩:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০১৮

হবিগঞ্জ পুলিশ-আওয়ামীলীগ দফায় দফায় ত্রিমুখী সংর্ঘষ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বৃহস্পতিবার দুপুরে জেলা শহর হবিগঞ্জের শায়েস্তানগরে দু’দফা, পৈলে এক দফা ও শায়েস্তাগঞ্জ উপজেলাধীন শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউনগর এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশ, আওয়ামীলীগ নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় পৃথক দুটি সংর্ঘষ এবং পুলিশের টিয়ারসেল ও শর্টগানের গুলি বর্ষণের ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধ শতাধিক উভয় দলীয় নেতাকর্মী, পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের রায়ে বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়া সহ অন্যান্য আসামীদের সাজা-জরিমানা হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ও বিকেলে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে দু’দফা এবং বিকেলে পৈলে ও শায়েস্তাগঞ্জস্থ দাউদনগর বাজারে বিকেল সোয়া ৩ টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মী-সমর্থকরা পৃথক ঝটিকা মিছিল বের করে। শায়েস্তাগঞ্জে কর্তব্যরত পুলিশ বিএনপির মিছিলে ধাওয়া দিলে এবং হবিগঞ্জ শহরের বিএনপি মিছিলেও পুলিশ বাঁধা দিলে বিশৃংখল পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ, এসময় নাকি রাজপথে অবস্থানরত আওয়ামীলীগের নেতাকর্মীরাও তাদেরকে ধাওয়া দিলে শুরু হয় ত্রিমুখী সংর্ঘষ। প্রায় ঘন্টা দু’এক চলা এসব সংর্ঘষ চলাকালে উভয় পক্ষই একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়া এবং অগ্নিসংযোগের মতো ঘটনায় লিপ্ত হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে। এতে উল্লেখিত সংখ্যক নেতাকর্মী আহত হয়। এসব ঘটনায় পুলিশ হবিগঞ্জ ও বানিয়াচঙ্গ থেকে অন্তত ৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। এদিকে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে জেলা শহর ছিল মূলত আওয়ামীলীগ নেতাকর্মী ও পুলিশ-র্যাবের দখলে। মিছিল আর গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অবস্থান নিয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব আবু জাহির, চেম্বার অব কমার্স নেতা মোতাচ্ছিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সেক্রেটারী এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা মুকিদুল ইসলাম ও মশিউর রহমান শামীম সহ অন্যান্য নের্তৃবৃন্দের নের্তৃত্বে শহরের রাজপথ পুরোপুরি নিয়ন্ত্রনে। কোথাও বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়নি। জেলার অন্যান্য উপজেলা গুলোতেও একই অবস্থা বিরাজ করলেও কোন কোন ক্ষেত্রে উকিঝঁকি মারার চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা।
×