ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গলাচিপায় আড়াই ঘন্টা পরে দাখিল নৈব্যর্ত্তিক পরীক্ষা

প্রকাশিত: ০১:৫০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

গলাচিপায় আড়াই ঘন্টা পরে দাখিল নৈব্যর্ত্তিক পরীক্ষা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা কে. আলী. কলেজ ভেন্যুতে বৃহস্পতিবার আড়াই ঘন্টা পরে দাখিল বাংলা দ্বিতীয় পত্রের নৈব্যর্ত্তিক (এমসিকিউ) পরীক্ষা নেয়া হয়েছে। আর রচনামূলক পরীক্ষা নেয়া হয়েছে আধ ঘন্টা আগে। থানা পুলিশের নিরাপত্তা হেফাজত থেকে প্রশ্নপত্র যথাসময়ে নিতে ভুলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ স্বীকার করেছেন। পরীক্ষার প্রশ্নপত্র আগে-পরে হয়ে যাওয়ায় পরীক্ষার্থীরাও বিব্রতকর অবস্থার মধ্যে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গলাচিপা-২ ছোট চরকাজল কেন্দ্রের দাখিল পরীক্ষার কে.আলী কলেজ ভেন্যুতে ৬ টি মাদ্রাসার ১৫২ জন পরীক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও গলাচিপা থানা পুলিশের হেফাজত থেকে যথাসময়ে পরীক্ষার প্রশ্নপত্র নেয়া হয়। মাধ্যমিক শিক্ষা দফতরের একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাইদ ও পরীক্ষা কেন্দ্রের একজন শিক্ষক থানা থেকে এ প্রশ্নপত্র তুলে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। কিন্তু প্রশ্নপত্রের প্যাকেট খুলে তারা তাতে শুধু রচনামূলক প্রশ্ন দেখতে পান। প্যাকেটে নৈব্যর্ত্তিক প্রশ্ন নেই। ততক্ষণে পরীক্ষা শুরুর সময় সকাল দশটা বেজে যায়। তারা বাধ্য হয়ে নৈব্যর্ত্তিকের পরিবর্তে রচনামূলক পরীক্ষা শুরু করেন। বিষয়টির সত্যতা স্বীকার করে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন নেয়ার পরে এ ভুল ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী অফিসার দফতরের একজন কর্মকর্তার মাধ্যমে থানা থেকে ফের নৈব্যর্ত্তিক প্রশ্নপত্র নেয়া হয় এবং আড়াই ঘন্টা পরে নৈব্যর্ত্তিক অংশের পরীক্ষা নেয়া হয়। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের সচিব আবু জাফর মোঃ সালেহ সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন। কিন্তু পরে এ বিষয়ে আর কোন কথা বলতে চান নি। উল্লেখ্য-এর আগে সোমবার গলাচিপার চরকাজল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌছাতে দেরী হওয়ায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ১৮ মিনিট বিলম্বে শুরু হয়েছিল।
×