ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে ট্রাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রকাশিত: ২৩:০২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

শেরপুরে ট্রাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদীতে পাথর বোঝাই একটি ট্রাকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের পিছনের ৪টি চাকাসহ আংশিক পুড়ে গেছে। বৃস্পতিবার ভোরে উপজেলার ঝগড়ার উত্তর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। ট্রাক ড্রাইভার আবু তাহের (৩২) জানান, ট্রাকটি (ঢাকা মেট্রো-১৮-৫১৪২) রৌমারী থেকে ২১ টন পাথর নিয়ে টাংগাইল যাওয়ার পথে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভোর ৪ টার দিকে থামিয়ে গাড়িতে ঘুমাচ্ছিলাম। ওই সময় দুর্বৃত্তরা ট্রাকের পিছন দিকে আগুন দিয়ে চলে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ট্রাকের পিছনের অংশ পুড়ে যায়। গ্রাম পুলিশ আহেজ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে বাজারে আগুনের কথা শুনে দৌড়ে এসে দেখি ট্রাকে আগুন জ্বলছে। আমি ও স্থানীয় লোকজন পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দৃর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারা জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ২ প্লাটুন বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
×