ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে গ্রেফতার ৩০, বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১৯:৫০, ৮ ফেব্রুয়ারি ২০১৮

নীলফামারীতে গ্রেফতার ৩০, বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ নাশকতা, বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ৭ বিএনপি ও জামায়াত-শিবির ১১ নেতাকর্মী সহ ৩০ জন আসামীকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। জেলার বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ সব আসামীকে গ্রেফতার করে। এদিকে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি মোমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৭ জন হলো সদর উপজেলার বিএনপি নেতা ইদ্রিস আলী(৩৮), তোফাজ্জল হোসেন(৫০), জেলা সদরের খোকশাবাড়ী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন(৪৫), জলঢাকা উপজেলার বিএনপি নেতা আবুল কাশেম(৪০), কিশোরীগঞ্জ উপজেলার বিএনপি নেতা জিল্লুর রহমান(৪০), ডিমলা উপজেলার ছাত্রদল নেতা আইয়ুব আলী(৩০) ও ডোমার উপজেলার বিএনপি নেতা রশিদুল ইসলাম(৩৬)। অপরদিকে জামায়াত ও শিবিরের ১১জন গ্রেফতারকৃতরা হলো জেলা সদরের জামায়াত-শিবির নেতা রফিকুল ইসলাম(৫০), মিজানুর রহমান(৪০), জলঢাকা উপজেলার জামায়াত নেতা জহুরুল ইমলাম(২৮), আহমেদ আলী(২৭), আব্দুল মতিন(৪৬), ডোমার উপজেলার ছাত্র শিবির নেতা মাহবুবুর রহমান(২১), আব্দুল আজিজ(৪৯), শাহিবুল ইসলাম(৪০), আনিছুল ইসলাম(৩০), আবুল কালাম(৪৫) ও জাহিদুল ইসলাম(৩৫)। সূত্র মতে, গত চারদিনে পুলিশের বিশেষ অভিযানে ৩২জন বিএনপি নেতা ও ২৪জন জামায়াত নেতা সহ ১৩২জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নীলফামারীতে বিজিবি’র দুই ফ্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে নীলফামারীর বিভিন্ন স্থানে বিজিবি’র পক্ষে টহল জোড়দার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান খান বিষযটি নিশ্চিত করেন। তিনি বলেন, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিজিবিও দহল ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
×