ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরাসি লিগের চিত্রই পাল্টে দিচ্ছেন নেইমার

প্রকাশিত: ১৮:১৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ফরাসি লিগের চিত্রই পাল্টে দিচ্ছেন নেইমার

অনলাইন ডেস্ক ॥ ২০১৭ সালের আগস্টে ট্রান্সফার ফির (২২২ মিলিয়ন ইউরো) বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। এরপর ফরাসি লিগের চিত্রই পাল্টে যাচ্ছে। ফের এর প্রমাণ পাওয়া গেল। আফ্রিকা অঞ্চলে খেলা সম্প্রচারের জন্য সেখানকার দুটি সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ফরাসি লিগ (এলএফপি)। অর্থাৎ ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত লিগ ওয়ান, লিগ টু ও ফ্রেঞ্চ লিগ কাপ সম্প্রচার করবে সংস্থা দুটি। এর নেপথ্যে রয়েছেন একজনই-নেইমার। ফরাসি লিগ কর্তৃপক্ষের ভাষ্য, ‘এত অর্থ বিনিয়োগ করে তারকা ফুটবলার সই করানো, নতুন প্রতিভা তুলে আনা এবং ফুটবলারদের আধুনিক পরিকাঠামোর সুযোগ দেয়ার জন্য ক্লাবগুলোকে ধন্যবাদ।’ তবে কত টাকায় এলএফপি ও সম্প্রচার সংস্থা দুটির মধ্যে চুক্তি হয়েছে-সে সম্পর্কে জানা যায়নি। ফরাসি ক্রীড়া দৈনিক ‘এল ইকুইপ’ জানাচ্ছে,চুক্তি হয়েছে প্রতি বছর ৩৩ মিলিয়ন ইউরো। যা বর্তমানের চেয়ে প্রায় ৩ গুন বেশি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগেরআয়১.৩ বিলিয়ন ইউরো। ইতালিয়ান ফুটবল লিগের আয় ৩৭১ মিলিয়ন ইউরো)। এবারফরাসি লিগের আয়ও নজরে পড়ল। নেইমারদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে আরও ফায়দা লুটতে চায় লিগটি। আফ্রিকার পর নেইমারের দেশ ব্রাজিলসহ অন্য অঞ্চলে নিজেদের খেলাসম্প্রচারের চেষ্টা করছে সেটি।
×