ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৩৯৫ কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার

প্রকাশিত: ০৬:০৬, ৬ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়ায় ৩৯৫ কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার শেরপুর উপজেলায় সোমবার বিকেলে ৩৯৫ কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। তবে এটি কষ্টি পাথরের কিনা তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ ও উপজেলা প্রশাসন জানায়, দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গোমরতা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ওই গ্রামে ম-ল গ্রুপ নামে একটি বেসরকারী কোম্পানি তাদের কেনা জায়গায় পুকুর খনন করছিল। খননের একপর্যায়ে মূর্তিটির সন্ধান পাওয়া যায়। পরে খননকাজে নিয়োজিতরা ও স্থানীয় এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনসহ পুলিশকে জানায়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৩৯৫ কেজি। এটির উচ্চতা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরও জানান, স্থানীয় লোকজন মূর্তিটি কষ্টি পাথরের বলে উল্লেখ করলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
×