ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২ দফা দাবিতে জাবি সিনেটরদের মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৫, ৬ ফেব্রুয়ারি ২০১৮

১২ দফা দাবিতে জাবি সিনেটরদের মানববন্ধন

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে উপাচার্য প্যানেল নির্বাচনসহ ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ও বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ২৩ জানুয়ারি আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে ১৯৭৩ সালের অধ্যাদেশ সমুন্নত রাখার স্বার্থে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণাসহ ১২ দফা দাবি পেশ করি। তিনি এ দাবিগুলো আমলে না নিয়ে দাবিগুলো সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেন। এ ছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩-এর ১১(১) ও ১১(২) ধারার ভুল ব্যাখ্যা দিচ্ছেন।’ উপাচার্য বরাবর সিনেটরদের পেশ করা দাবিগুলো হলো-১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা, স্বচ্ছতার স্বার্থে পরবর্তী মেয়াদে উপাচার্য না আসা পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখা, সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় গঠনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নবীন শিক্ষার্থীদের ওপর র‌্যাগিং নামক যে নিপীড়ন চালানো হয় তা নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, আবাসন সমস্যার সমাধান করা, বিশেষ বিবেচনায় বাসা বরাদ্দ না দেয়া, লাইব্রেরির সম্প্রসারণের কাজ শুরু করা, ক্যাম্পাসের বিভিন্ন স্থানের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা, জাকসু পুনঃপ্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণে ক্যাম্পাসে বিশৃঙ্খল বহিরাগত ও অনিরাপদ যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা।
×