ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৫:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৮

সিলেটে শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

বিডিনিউজ ॥ দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে সিলেটে গিয়ে হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে বিকেলে সিলেট সার্কিট হাউসে পৌঁছেন খালেদা। সেখানে জেলা বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। সন্ধ্যায় সিলেট শহরের দরগা মহল্লায় শাহজালালের মাজার জিয়ারত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। হাজার হাজার মানুষের স্রোত ডিঙ্গিয়ে শাহজালালের মাজারে নারীদের জন্য সংরক্ষিত কক্ষে তিনি মাগরিবের নামাজ আদায় করেন। এরপর ফাতেহা পাঠ করে কিছুক্ষণ মোনাজাত করেন। খালেদা জিয়া এরপর যান শহর থেকে সাত কিলোমিটার দূরে খাদিমনগরে শাহপরাণের মাজারে। সেখানে তিনি ফাতেহা পাঠ করে মাজার জিয়ারত করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব উন নবী খান সোহেল মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন। খালেদা জিয়া দুই মাজারে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। জিয়ার এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে নেতাকর্মীদের ভিড় থেকে এ সময় সেøাগান দেয়া হয়- ‘আমার নেত্রী আমার মা, বন্দী হতে দেব না’, ‘খালেদা জিয়া এসেছে রাজপথ কেঁপেছে’। এই ভিড় ডিঙ্গিয়ে বিএনপি চেয়ারপার্সনের গাড়ি মাজার পর্যন্ত নিয়ে যেতে তার নিরাপত্তাকর্মীদের বেগ পেতে হয়। বিএনপি চেয়ারপার্সন বিকেলে সড়ক পথে সিলেট সার্কিট হাউসে পৌঁছলে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মোত্তালিব, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমেদ, কেন্দ্রীয় নেতা কলিমউদ্দিন মিলন, দিলদার হোসেন সেলিম, জিকে গউস, এম নাসের রহমান, কাইয়ুম চৌধুরী দলীয় চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানান। শাহজালাল মাজারে দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ নেতৃবৃন্দ খালেদা জিয়াকে স্বাগত জানান। খালেদা জিয়া এর আগে শেষবার সিলেটে গিয়েছিলেন দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন, যদিও ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট বিএনপি বর্জন করে। পাঁচ বছর পর তার এবারের সফরে জনসভার মতো কোন রাজনৈতিক কর্মসূচী রাখা হয়নি। জিয়ারত শেষে রাতেই তার ঢাকা ফেরার কথা রয়েছে। গত ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সিলেটে গিয়ে মাজার জিয়ারত করে জনসভায় যোগ দেয়ার মাধ্যমে প্রাকনির্বাচনী প্রচার শুরু করেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সকালে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার এই সফর শুধুই জিয়ারতের উদ্দেশে, নির্বাচনী প্রচারের জন্য নয়। ‘এক বছর আগে নির্বাচনী প্রচারের কোন সুযোগ নেই। যেখানে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা হয়নি, সেখানে নির্বাচনী প্রচার কীভাবে হবে?’ ক্ষমতাসীন দল ও তাদের শরিকরা সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি না করে ‘এককভাবে’ নির্বাচনী প্রচার শুরু করেছে বলেও তিনি অভিযোগ করেন। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে দোষী সাব্যস্ত হলে খালেদা জিয়ার যাবজ্জীবন সাজা হতে পারে। সেক্ষেত্রে তার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে শনিবার ঢাকায় জাতীয় নির্বাহী কমিটির চার শতাধিক সদস্যের সঙ্গে সভা করেন খালেদা জিয়া। সেখানে তিনি নেতাকর্মীদের অভয় দেয়ার পাশাপাশি ‘যে কোন বিপদ মোকাবেলায়’ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাহী কমিটির সঙ্গে সভার পর রবিবার রাতে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতাদের সঙ্গেও বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন। বৈঠকের আলোচনা নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা বলেছেন, ৮ ফেব্রুয়ারি রায় পরবর্তী করণীয় অর্থাৎ আইনী লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচী কী হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
×