ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাষাশহীদদের অবদান বিশ্ব সভ্যতার অনন্য ইতিহাস ॥ ঢাবি ভিসি

প্রকাশিত: ০৮:১৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

ভাষাশহীদদের  অবদান বিশ্ব সভ্যতার অনন্য ইতিহাস ॥  ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মহান একুশের চেতনা শিক্ষার্থীদের ধারণ করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, ভাষাশহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা রক্ষা এবং বাঙালী জাতিসত্তার মর্যাদা সমুন্নত রাখতে সক্ষম হয়েছি। বাঙালীর বীর শহীদদের অবদান আজ বিশ্ব সভ্যতার ক্ষেত্রে এক অনন্য ইতিহাস। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় একাত্তর হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, একুশে ফেব্রুয়ারি আজকে শুধু বাংলাদেশের শহীদ দিবস নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের শহীদদের অবদানের জন্য বিভিন্ন ক্ষুদ্র-জাতি গোষ্ঠী তাদের ভাষার অধিকার পেয়েছে। বিশ্বের ইতিহাসে যা বাঙালীদের সমুন্নত করেছে। তিনি বলেন, একুশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এক ও অভিন্ন। একুশের জন্ম হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাই একুশের চেতনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেতনা। মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, খেলাধুলায় যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে উদার মানবিক দৃষ্টিভঙ্গি থাকে। তারা সহিংস ও সন্ত্রাসী কর্মকা-ে অংশ নেয় না। সভাপতির বক্তব্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া বলেন, সাংস্কৃতিক কর্মকা- একজন মানুষকে পরিপূর্ণতা দান করে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকান্ড অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহায়তায় এই বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে। বেডফোর্ডশায়ার ভার্সিটির ডেপুটি উপাচার্যের সাক্ষাত ॥ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ারের ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আশরাফ জাওয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল মার্কেটিং শাখার প্রধান নাসির মাহমুদ আহমেদ তার সঙ্গে ছিলেন।
×