ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোচিং বাণিজ্য

রাজধানীর ৭২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

প্রকাশিত: ০৮:০৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীর ৭২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

বিডিনিউজ ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে কোচিং বাণিজ্যে জড়িত রাজধানীর চারটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) রবিবার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের ৩৬ জন, মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজের ২৪ জন, ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সাতজন এবং রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজের পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিতে ওই সব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছে। এই চিঠি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে ওই সব শিক্ষককে কারণ দর্শাতে হবে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব শাস্তিমূলক ব্যবস্থার বিধান রয়েছে, সেগুলোও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এর আগে দুদকের সুপারিশে গত ৩০ জানুয়ারি কোচিং বাণিজ্যে জড়িত রাজধানীর পাঁচটি সরকারী বিদ্যালয়ের ২৫ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করে মাউশি। রবিবার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দুদকের অনুসন্ধান টিম ঢাকা মহানগরীর স্কুল-কলেজের কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়েছে। তারা চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এই ৭২ জন এমপিওভুক্ত শিক্ষকের তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে সুপারিশ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ওই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অধীন সংস্থা হওয়ার কারণে যে কোন বিষয়ে ওই বিভাগেই প্রতিবেদন পাঠায় দুদক। দুদকের প্রতিবেদন সংশ্লিষ্ট সরকারী দফতরে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতিকে পাঠানো চিঠিতে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা অনুযায়ী দোষী শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে তাও উল্লেখ করা হয়েছে।
×