ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরযাত্রীর ওপর প্রাইভেট তুলে দিল মাতাল ॥ প্রাণ গেল ইতালি প্রবাসীর

প্রকাশিত: ০৫:২৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮

বরযাত্রীর ওপর প্রাইভেট তুলে দিল মাতাল ॥ প্রাণ গেল ইতালি প্রবাসীর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানমন্ডিতে উল্টোপথে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মোঃ আব্দুল মোতালেব ওরফে ডব্লিউ (৫৫) নামে এক ইতালি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাতাল অবস্থায় ওই গাড়ি চালাচ্ছিলেন নাজমুল হুদা আল-আমিন (২৪) নামে এক ধনীর দুলাল। বরযাত্রীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার পর ওই মাতাল থানায় গিয়ে পুলিশকে শাসাতে যায়। আর তখনই পুলিশ নাজমুলকে গ্রেফতার করে। গত শুক্রবার মধ্যরাতে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। মামলার বাদী মোঃ হুমায়ুন মোল্লা অভিযোগ করেন, বিএমডব্লিউ গাড়ির চালক নাজমুল মাতাল অবস্থায় ছিলেন। শুক্রবার রাত সোয়া ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের হোয়াইট হল কমিউনিটি সেন্টারে মেয়ে অমিকা রহমানের বিবাহ অনুষ্ঠান শেষে বর ও অতিথিদের বিদায় দিচ্ছিলেন। বরের গাড়ি ও অতিথিদের গাড়ি যাওয়ার সময় রাস্তায় হাল্কা যানজটের সৃষ্টি হয়। এ সময় একটি বিএমডব্লিউ বিকট আওয়াজে হর্ন বাজাতে থাকে। এক পর্যায়ে ওই গাড়ি থেকে নেমে গাড়ির চালক মাতাল নাজমুল, তার বন্ধু সানিসহ কয়েকজন মিলে বরের গাড়ির কাঁচে ধাক্কাধাক্কি করতে থাকে এবং গালিগালাজ করে হুমকি ধমকি দেয়। এক পর্যায়ে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। পরে বিএমডব্লিউ গাড়িটি উল্টোপথে বেপরোয়া গতিতে এসে বর যাত্রী ও অথিতিদের ওপর চালিয়ে যায়। এ সময় মোতালেবসহ ৬/৭ জন গুরুতর আহত হন। প্রথমে আহতদের উদ্ধার করে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইটালি প্রবাসী মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ সময় মাতাল গাড়ির চালক রাস্তায় গাড়ি রেখে পালিয়ে যায়। সূত্র জানায়, বিএমডব্লিউ গাড়ির মাতাল চালক নাজমুল হুদা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নামে নিবন্ধিত একটি দলের সেক্রেটারি। তার বাবা শামসুল হুদা ওরফে হুদু বিশিষ্ট চামড়া ব্যবসায়ী ও ঢাকা মহানগর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। ধানমন্ডি থানা পুলিশ এ ঘটনায় নাজমুলের বিএমডব্লিউ গাড়িটি আটক করে। আটক করা গাড়ি ছাড়িয়ে নিতে শনিবার সকালে হাজারীবাগ থানায় গিয়ে পুলিশের ওপর চড়াও হন নাজমুল। পরে পুলিশের ওপর হামলার ঘটনায় হাজারীবাগ থানা পুলিশ তাকে আটক করে এবং তার বিরুদ্ধে মামলা করে গ্রেফতার দেখায়। এছাড়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় ধানমন্ডি থানায় নাজমুলের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল মোতালেবের বাবার নাম আব্দুল খালেক। তার গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। তিনি পশ্চিম হাজারীবাগ এলাকায় ৪৭/এ নম্বরে পরিবার নিয়ে বসবাস করতেন। মোতালেব শুক্রবার রাত ২টার দিকে বর যাত্রীর সঙ্গে ধানমন্ডির ২৭ নম্বর সড়ক দিয়ে মোটরসাইকেলে হাজারীবাগের বাসার দিকে যাচ্ছিলেন। হাসপাতালে নিহতের স্ত্রী নার্গিস বেগম সংবাদিকদের জানান, তার স্বামী ইতালি প্রবাসী। গত ২ মাস আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার রাতে তিনি দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। ফেরার পথে নাজমুল হুদার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিহত হন। গাড়ির চালক মাতাল ছিল বলে তিনি দাবি করেন। ধানমন্ডি থানার ওসি (তদন্ত) পারভেজ ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় নিহতের আত্মীয় হুমায়ুন রশীদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি আটক করেছে। এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান জানান, থানার পাশেই আসামি নাজমুল হুদার বাসা। তার খোঁজে বাসায় যায় পুলিশ। পরে সে বাসায় ফিরে জানতে পারে তাকে খুঁজতে পুলিশ এসেছিল। আর এতেই ক্ষুব্ধ হয়ে শনিবার সকালে সে থানায় এসে হট্টগোল লাগিয়ে দেয়। সে সিনক্রিয়েট করার চেষ্টা করে। আর তখনই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
×