ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে পার্লামেন্ট ভবন দখল করে সিলগালা করল সেনাবাহিনী

প্রকাশিত: ০৫:২৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮

মালদ্বীপে পার্লামেন্ট ভবন দখল করে সিলগালা করল সেনাবাহিনী

জনকণ্ঠ ডেস্ক ॥ মালদ্বীপের পার্লামেন্ট ভবনের দখল নিয়ে সিলগালা করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ সময় দুইজন পার্লামেন্ট সদস্যও আটক হয়েছেন। বিরোধী দলের আটককৃত দুইজন নেতাকে ছেড়ে না দেয়ায় দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের ওপর সৃষ্টচাপের মধ্যে রবিবার এ ঘটনা ঘটল। প্রথমে মালদ্বীপের দাঙ্গাপুলিশ রাজধানী মালের পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে। এরপর সেনাসদস্যরা ভবনটি সিলগালা করে দেয়। মালদ্বীপের বিরোধীদল দেশটির এ্যাটর্নি জেনারেল ও সরকার পক্ষের প্রধান কৌঁসুলিকে সরিয়ে দেয়ার আবেদন দায়েরের পর দেশটির নিরাপত্তাবাহিনী এ সিদ্ধান্ত নেয়। খবর আলজাজিরা অনলাইনের। মালদ্বীপ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এ্যাটর্নি জেনারেল ও সরকার পক্ষের প্রধান কৌঁসুলি আইন ভঙ্গ করেছেন। মালদ্বীপের সুপ্রীমকোর্ট দেশটির নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ অপর নয়জন বিরোধী দলীয় নেতাকে ছেড়ে দেয়ার আদেশ দেয়। তবে সুপ্রীমকোর্টের এ আদেশ না মানায় প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের অপসারণের চেষ্টা চলছে বলে এ্যাটর্নি জেনারেল দাবি করেন। এ ঘটনার পর দেশটিতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। নির্বাসিত ১২ জন নেতা রবিবার মালদ্বীপে ফিরলে এদের মধ্যে ২ জনকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ সিনান ও ইলহাম আহমেদের বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ আনা হয়েছে বলে দেশটির পুলিশ মুখপাত্র জানান। রবিবার সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল আহমেদ মোহামেদ সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ না করেই পদত্যাগের ঘোষণা দেন। নিরাপত্তার কারণে চলতি বছরের প্রথম পার্লামেন্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করার পরই পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল পদত্যাগের এ ঘোষণা এলো। সোমবার পার্লামেন্ট অধিবেশন শুরুর কথা ছিল। মালদ্বীপের সর্বোচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে মালদ্বীপের এ্যাটর্নি জেনারেল ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ এনে রবিবার তার পদত্যাগের দাবিতে সংসদ সচিবালয়ে পিটিশন দেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এদিকে এ্যাটর্নি জেনারেল অনিল বলেছেন, রাজধানী মালেতে যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী প্রধান আহমেদ শিয়াম বলেন, মালদ্বীপ সঙ্কটে পড়বে আর তা দেখে বসে থাকবে না নিরাপত্তাবাহিনী। তিনি বলেন, আমরা এ্যাটর্নি জেনারেল বৈধ আদেশ অনুসরণ করব এবং বেআইনী কোন নির্দেশ মানতে বাধ্য হব না।
×