ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনে না এলে মহাভুল করবে বিএনপি ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৬, ৫ ফেব্রুয়ারি ২০১৮

নির্বাচনে না এলে মহাভুল করবে বিএনপি ॥  নাসিম

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৪ ফেব্রুয়ারি ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে ডিসেম্বরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ দেখলাম খালেদা জিয়া কৌতূহলদৃপ্ত একটা কথা বলেছেন, তিনি বলেছেন প্রশাসন তার সঙ্গে আছে, পুলিশ তার সঙ্গে আছে। সেনাবাহিনী তার সঙ্গে আছে শুধু প্রধানমন্ত্রী হতে বাকি আছে, তাহলে নির্বাচিত সরকারের দরকার কী, সবই তো তার সঙ্গে আছে তার সরকারই তো এখন আছে। এর অধীনেই তো আমরা নির্বাচন করতে চাচ্ছি তাঁর প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে। এবার নির্বাচনে অংশ না নিলে বিএনপি মহাভুল করবে বলেও তিনি দাবি করেন। মন্ত্রী বলেন, বিচার বিভাগে কখনও আওয়ামী লীগ বা সরকার কখনও হস্তক্ষেপ করেনি। এই নজির বিএনপি’র থাকতে পারে আওয়ামী লীগের নজির নেই এবং কখনও ছিল না। প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে বিএনপি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, এতে প্রমাণ হয় সরকার সর্বক্ষেত্রে নিরপেক্ষ। রবিবার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার চেঁচান গ্রামে বন্ধুপ্রতিম দেশ ভারতের অর্থায়নে ৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ৩৬টি কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, আগে রায় হোক তারপর দেখি তারা কী করে তারপর সরকার অবস্থা দেখে ব্যবস্থা নেবে। তিনি ভারতকে বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য বাংলাদেশ সবসময় কৃতজ্ঞ তাদের কাছে। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্পে অর্থসহায়তা করায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। পরে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠে সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগের সহযোগিতায় ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে সিভিল সার্জন আশুতোষ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শিংলা, মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়াসেন গুপ্তা এমপি, এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, পিএসসিসহ জেলা প্রশাসন ও জেলা স্থাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য, সুনামগঞ্জ ছাড়াও ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশের যেসব জেলায় এই ৩৬টি কমিউনিটি ক্লিনিক হবে সেগুলো হলো- হবিগঞ্জ, শেরপুর, জামালপুর এবং ব্রাহ্মণবাড়িয়া।
×