ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা ॥ ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৬:০০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা ॥ ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে গেন্ডারিয়ায় মাদকের টাকা না পাওয়ায় মাকে বটি দিয়ে কুপিয়েছে মাদকাসক্ত ছেলে। রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার জানান, হাজীপাড়ায় রাশিদা আক্তার (৩৭) পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি নানা রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, রাশেদা রোগের যন্ত্রণা সইতে না পেরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ॥ ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রবিউল্লাহ জানান, শনিবার সকাল আটটার দিকে খিলক্ষেত খাঁপাড়া লোটাস কামাল বিল্ডিং রেললাইন পার হচ্ছিলেন অজ্ঞাত পথচারী বৃদ্ধ (৬৫)। এ সময় জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাকে শনাক্তের চেষ্টা চলছে। ছেলের কোপে মা আহত ॥ পুরনো ঢাকার গেন্ডারিয়ার নারিন্দায় মাদকের টাকা না পাওয়ায় মাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলে। আহত আনোয়ারা বেগম কাকলীকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×