ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৪, ২৬ জানুয়ারি ২০১৮

টুকরো খবর

মীরসরাইয়ে কভার্ডভ্যান চালক খুন নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৫ জানুয়ারি ॥ মীরসরাইয়ে কভার্ডভ্যানের চালককে খুন করে লাশ গাড়িতে রেখে টাকা নিয়ে পালিয়েছে হেলপার (চালকের সহকারী)। নিহত চালকের নাম রেবেকুল ইসলাম (৪০)। বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে অবস্থিত রেদোয়ান ফিলিং স্টেশনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের ভেতর থেকে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, গাড়ির হেলপার চালককে খুন করে পালিয়েছে। নিহত রেবেকুল আকিজ জুট মিলস লিমিটেডের কভার্ডভ্যানের চালক ছিলেন। বগুড়ায় রাজমিস্ত্রি স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বৃহস্পতিবার সকালে শাজাহানপুরের বীরগ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আইয়ুব আলী (৪০)। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। তার বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার উত্তরমেন্দা গ্রামে। সে বগুড়ার বীরগ্রামে নির্মাণাধীন কনফিডেন্স পাওয়ার প্লান্টে রাজমিস্ত্রির কাজ করত। সকালে তার মৃতদেহ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। দুই হাজার কলা গাছ উজাড় নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ জানুয়ারি ॥ চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅযোধ্যা মোল্যাডাঙ্গী গ্রামের কলাচাষী ফজল বেপারীর বাগানের দুই হাজার দুইশত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উন্মুক্ত ফসলি মাঠের মধ্যে তৈরি এই কলাবাগানের দুই হাজার দুইশত গাছের মাথা অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখে যায় দুষ্কৃতকারীরা। এতে কলা চাষী ফজল বেপারীর ১১লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এ নিয়ে গত দু’বছরে ওই কলা চাষীর বাগানে দু’দফায় মোট চার হাজার দুই শ’ কলাগাছ কেটে ফেলা হলো। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কলাচাষী থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। বিমানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৫ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমেদ, পুলিশ সুপার এ কেএম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদসহ অন্যান্য বিভাগী কর্মকর্তাগণ। কর্মসূচী প্রত্যাহার ॥ কর্মচাঞ্চল্য শিল্পাঞ্চলে স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাষ্ট্রায়ত্ত ছয় পাটকলের শ্রমিকরা কাজে যোগ দেয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে খুলনার শিল্পাঞ্চলে। নগরীর খালিশপুরস্থ রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, দিঘলিয়া উপজেলার স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলীম এবং যশোরের নওয়াপাড়া এলাকার জে জে আই পাটকলের শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েছেন। বকেয়া মজুরির দাবিতে ২৮ ডিসেম্বর থেকে এই পাটকলগুলোর উৎপাদন বন্ধ রেখে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে আসছিলেন। বৃহস্পতিবার কাজে যোগদানের আগে পাটকলের স্ব-স্ব মিলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। হোটেল ম্যানেজারের দণ্ড নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ জানুয়ারি ॥ ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজ করার দায়ে ওই হোটেলের ব্যবস্থাপকসহ দশ তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শহরের গোয়ালচামট মহল্লার আল-বেগ নামের ওই আবাসিক হোটেলে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক। তরুণ-তরুণীদের অনৈতিক কাজে সহযোগিতা করার দায়ে আদালত ওই হোটেলের ব্যবস্থাপক অধির চন্দ্র দেবনাথকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। হামলাকারীদের আটক দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সাংবাদিক জিয়াউল হক ও শরীফ হোসেনের উপর হামলার ঘটনায় যশোরের সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদে রাস্তায় নেমেছেন সহকর্মী সাংবাদিকরা। যশোরের সাংবাদিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে শহরের মুজিব সড়কে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। বৃহস্পতিবার মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, কবি ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি রিমন খান প্রমুখ। বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার প্রধান আসামি নাঈম (২৫) গুলিতে নিহত হয়েছে। এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। নিহত নাঈম শহরের কৃষ্টপুর এলাকার নাজিরের পুত্র। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে এই তথ্য জানান হয়। পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় যুবকের পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৫ জানুয়ারি ॥ আমতলী উপজেলা পরিষদের সামনে জাকির হোসেন নামের এক যুবককে পিটিয়ে বাম পা ভেঙ্গে দিয়েছে এবং ছরতা দিয়ে কুপিয়ে দু’হাতে যখম করেছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে। আহতকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, গত ১০ জানুয়ারি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ব্লুগোল্ড প্রকল্পের চাউলা পানি ব্যবস্থাপনা দলের সাধারণ নির্বাচন হয়। ওই নির্বাচনে বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের শ্যালক ও তার সহযোগীরা শানু মাতুব্বরের পক্ষাবলম্বন করেন। অপর পক্ষের হাবিবুর রহমান পটুয়াখালী থেকে সন্ত্রাসী ভাড়া করে আনেন। মাদকবিরোধী র‌্যালি নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ২৫ জানুয়ারি ॥ দেবিদ্বারে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী এলাকায় সোনার বাংলা মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে এ র‌্যালি ও শীতবস্ত্র বিতরণ করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ ভিংলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সংগঠনের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক সুমন সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী এম.এ কাইয়ুম ভূঁইয়া, সাংবাদিক কামাল উদ্দিন, আবুল খায়ের, যুবলীগ নেতা ফারুক সরকার। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম মাস্টার, তাজুল ইসলাম সরকার, বদিউল আলম বদু, আল-আমীন, আক্তার হোসেন প্রমুখ। রংপুরে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৫ জানুয়ারি ॥ রংপুর কোতোয়ালি থানা থেকে মাত্র ৫ শ’ গজ দূরে নগরীর উত্তর মুন্সিপাড়া যুগ্ম সচিব একেএম মর্তুজার তিনতলা বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহ¯পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রংপুর নগরীর উত্তর মুন্সিপাড়া মহল্লায় বাসা নম্বর ৪ রোড নম্বর ২ তিন তলা বাড়িতে বৃহস্পতিবার ভোরে ৭/৮ সদস্যের একদল ডাকাত জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে ঢোকে। বাড়ির দোতলার ভাড়াটিয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম এবং নিচতলায় থাকেন কুড়িগ্রামের রাজারহাটে কর্মরত পরিবার পরিকল্পনার কর্মকর্তা নাজমুল হক খন্দকার থাকেন ।
×