ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে আলহাজ জুট মিলের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত: ০০:৫৬, ২৪ জানুয়ারি ২০১৮

সরিষাবাড়ীতে আলহাজ জুট মিলের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার ঐহিত্যবাহী পাটকল আলহাজ জুট মিলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা আজ বুধবার কর্মবিরতি পালন করেছে। এ ঘটনায় কর্মরত শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা পাটকলটির মহাব্যবস্থাপক (জিএম) সঞ্জয় কুমার সরদারকে অবরুদ্ধ করে রাখে। আলহাজ জুট মিলের বিক্ষুব্ধ কর্মচারীরা অভিযোগ করেন, পাটকলের ১১৭ জন কর্মকর্তা-কর্মচারীর তিন মাস ধরে অর্ধ কোটি টাকার বেতন বকেয়া রয়েছে। পাটকল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করে নানা তালবাহানা করায় বুধবার সকাল ছয়টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে কার্যালয় ছেড়ে বাইরে নেমে আসে। তারা পাটকলটির মহাব্যবস্থাপক (জিএম) সঞ্জয় কুমার সরদারকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা পাটকলের প্রধান ফটক ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন পাটকলটির প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা বেগম, হিসাব কর্মকর্তা অপেন্দ্র কিশোর সরকার, ব্যবস্থাপক (পাট) সাহাব উদ্দিন, সহ-উৎপাদক আব্দুর রাজ্জাক, পারচেজ কর্মকর্তা গোলাম রাশেদ প্রমুখ। তারা বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ ব্যাপারে আলহাজ জুট মিলের মহাব্যবস্থাপক (জিএম) সঞ্জয় কুমার সরদার বলেন, উৎপাদিত পণ্যের বিদেশের বাজার মন্দা হওয়ায় এই পাটকল অর্থ সঙ্কটে পড়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে সামনের সপ্তাহে বেতন পরিশোধের চেষ্টা করা হবে। সরিষাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
×