ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কোদালের আঘাতে কৃষক নিহত

প্রকাশিত: ০০:২৭, ২৪ জানুয়ারি ২০১৮

মাদারীপুরে কোদালের আঘাতে কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কোদালের আঘাতে বাশার চৌকিদার (৪৫) নামের এক কৃষক মারা গেছে। এ ঘটনা ঘটে বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে ব্রাহ্মন্দী এলাকার কৃষক বাশার চৌকিদার জমিতে কৃষি কাজ করতে যায়। এসময় একই এলাকার মানসিক ভারসাম্যহীন খলিল খানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিল কোদাল দিয়ে বাশার চৌকিদারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুকিয়ে পড়ে। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে আনার পথে বাশার চৌকিদার মারা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ মানসিক ভারসাম্যহীন খলিল খানকে গ্রেফাতার করে থানায় নিয়ে যায়। এব্যাপারে সদর থানার ওসি কামরুল হাসান বলেন, ‘নিহত ব্যক্তির সাথে মানসিক ভারসাম্যহীন খলিল খানের আত্মীয়তা রয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে খলিলের কোদায়ের আঘাতে বাশার চৌকিদার মারা যায়। পরে স্থানীয়রা খলিলকে মারধরে করে পুলিশের কাছে সোপর্দ করে। মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
×