ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পুষ্টিকর জিংক সমৃদ্ধ ধানের সম্প্রসারণে মতবিনিময়

প্রকাশিত: ০০:২৪, ২৪ জানুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে পুষ্টিকর জিংক সমৃদ্ধ ধানের সম্প্রসারণে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “জিংক ধান করলে চাষ, পুষ্টি পাবে বারো মাস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টিকর জিংক সমৃদ্ধ ধানের সম্প্রসারণ শীর্ষক এক মতবিনিময় সভা আজ বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাউদুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন, হারভেস্ট প্লাসের কান্ট্রিডিরেক্টর খায়রুল বাশার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেলা এডিবি ম্যানেজার লিওবার্ড চিসিম, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমূখ। সভায় মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ও জিংক ধানের প্রয়োজনীয়তা, জিংক ধানের পরিচিতি ও চাষের কলাকৌশল এবং বাজারজাতসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় জানানো হয়, মানব দেহ জিংক পেলে ছেলে-মেয়ে খাটো হয় না, শিশুদের শারীবিক বৃদ্ধি ও মেধার বিকাশ হয়, ক্ষুধা মন্দা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিশোরী মেয়ে ও গর্ভবর্তী মায়ের জিংকের অভাব হলে শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং গর্ভের সন্তানের ¯œায়ুতন্ত্র ক্ষতিগ্রস্থ হয় এবং িৈনক শিশুদের ৩-৫ মিলিগ্রাম ও মহিলাদের ৮-৯ মিলিগ্রাম জিংকের প্রয়োজন হয়। প্রতি কেজি জিংক চালে ২৪ মিলিগ্রাম পর্যন্ত জিংক পাওয়া যায় এবং শরীরের প্রায় ৭০ ভাগ পর্যন্ত জিংকের চাহিদা পূরণ করতে পারে। সভায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীগন উপস্থিত ছিলেন। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হারভেস্ট প্লাস যৌথ ভাবে এ সভার আয়োজন করে।
×