ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে খাঁস জমিতে জামাত নেতার হাসপাতাল নির্মাণ

প্রকাশিত: ০০:২৩, ২৪ জানুয়ারি ২০১৮

বাঁশখালীতে খাঁস জমিতে জামাত নেতার হাসপাতাল নির্মাণ

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌর সদরের ৫নং ওয়ার্ডের প্রধান সড়ক সংলগ্ন সরকারি ছড়া ভরাট করে এক জামাত নেতার আধুনিক হাসপাতাল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) এলাকাবাসী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। তাছাড়া সরকারি খাস জায়গা দখল করে আধুনিক হাসপাতাল নির্মাণ কাজ করার পেছনে সরকারি দলের প্রভাবশালী মহল জড়িত বলেও অভিযোগ করেছে এলাকাবাসী। এদিকে পাহাড়ি ছড়ার পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপনা নির্মাণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা বলেন, অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিঘ্রই প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায, জামাত নিয়ন্ত্রিত বাঁশখালী আধুনিক হাসপাতালের পরিচালক মোঃ শোয়াইব জলদী মৌজার আর.এস ৪৯৫৪ বি.এস ৭৮১৮, ৭৮১৯ দাগের আন্দর সরকারি খাস (ছড়া) প্রভাবশালী মহলের পায়তারায় দখল করে আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ চালাচ্ছে। বিগত এক মাস থেকে এ নির্মাণ কাজ চালালেও সংশ্লিষ্ট পৌরসভা কার্যালয় ও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ওই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ধরণের প্রতিকার পাচ্ছেন না। এদিকে জামাত নেতার সরকারি জায়গা দখল করে আধুনিক হাসপাতাল নির্মাণের ঘটনায় সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তাছাড়া তারা এ ঘটনার যথাযথ সুরাহা করার জন্য প্রশাসনের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বাঁশখালী পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী অনুমোদনের বিষয়ে সত্যতা স্বীকার করে জনকণ্ঠকে বলেন, হাসপাতাল নির্মাণের জন্য মোঃ শোয়াইব নামে এক ব্যক্তি পৌরসভার প্রকৌশলী বিভাগ হতে অনুমোদন নিয়েছে। তবে সরকারি খাস জায়গা দখল করে ছড়ার পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
×